বুয়েটে ভর্তির আবেদন শুরু ১৫ এপ্রিল

  11-04-2021 02:45AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৫ এপ্রিল। অনলাইনে আবেদন চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।

শনিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির কারণে জেএসসি ও এসএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করায় ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। যোগ্যদের বাছাই করতে দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে।

এবার, ৩১ মে ও ১ জুন দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। আগামী ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এক হাজার ২১৫ আসনের জন্য ভর্তি পরীক্ষায় বসবে আবেদনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে সাবমিট করতে হবে।

সাবমিট করা শেষে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দেওয়া হবে। পরের ধাপে এই নম্বরের বিপরীতে সোনালী ব্যাংকের অনলাইন পোর্টালে, সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপে এবং নগদ, রকেট, নেক্সাস পে, বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন