রাবিতে মর্টারশেল উদ্ধার

  27-04-2021 03:40PM


পিএনএস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বদ্ধভূমি এলাকায় মুক্তিযুদ্ধ সময়ের একটি মর্টারশেল পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে কৃষি প্রকল্পের খননকৃত পুকুরে মাটি তোলার সময় শেলটি পায় এক শ্রমিক। পরে তিনি বদ্ধভূমিতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যের জানালে তারা রাজশাহী র‌্যাব অফিসে খবর দেয় এবং র‌্যাব স্থানটি ঘিরে পর্যবেক্ষণ শেষে শেলটি পরীক্ষার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মার্টার শেল যুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছি। কেননা বদ্ধভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হল। যেখানে '৭১ সালে পাকবাহিনীর ক্যাম্প ছিল।

শেলটি এখন সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষার জন্য ঢাকা বোমা নিষ্ক্রিয় টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসলে শেলটি পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই লে. কর্নেল।

উল্লেখ্য, '৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদার বাহিনী ক্যাম্প স্থাপন করেন এবং সেখানে আশপাশ থেকে নিরীহ নারী পুরুষদের তুলে পাশবিক নির্যাতন করতেন। এমনকি তাদের হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে গণকবরে পুতে রাখতেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন