ঢাবির হল খুলছে না ১৭ মে

  01-05-2021 11:34AM


পিএনএস ডেস্ক: সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন নিশ্চিতের পরই হলগুলো খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মার্চ হল খুলে দেওয়া ও ২৪ মার্চ থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হল খোলার বিষয়টি নিয়ে উপ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল বলেন, বৃহস্পতিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে হওয়া সিদ্ধান্ত হলো পূর্বঘোষিত তারিখে (১৭ মে) হল খোলা হচ্ছে না। করোনা টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিংকে ৩০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। কিন্তু টিকা এখনো নিশ্চিত হয়নি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিস্থিতি ও শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত না হওয়ার প্রেক্ষাপট বিবেচনা করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি নতুন সিদ্ধান্তটি নিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা ও টিকা নিশ্চিতের পরই শিক্ষার্থীদের হলে তোলার উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৯ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল। একই সময় থেকে বন্ধ আছে সশরীরে পাঠদান কার্যক্রম।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন