শিক্ষকদের বেতন-বোনাস ছাড় হচ্ছে!

  01-05-2021 10:14PM

পিএনএস ডেস্ক:বেসরকারি এমপিভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক রোববার (২ মে) ছাড় হতে পারে। তিন অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, প্রচলিত বিধান অনুসারে শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পাবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, রোববার চেক ছাড় করার সম্ভাবনা আছে। ইতোমধ্যে সার্বিক কাজ শেষ হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা এবং এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। ইতোমধ্যে চেক অনুমোদন হয়েছে। রোববার চেক ব্যাংকে পাঠানো হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ইতোমধ্যে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বোনাস ও বেতনের জিও জারি হয়েছে। রোববার চেক ব্যাংকে পাঠানো হবে বলে আশা করছি। বেতন ও বোনাস উত্তোলনের শেষ দিন নির্ধারণ করা হচ্ছে ৬ বা ৭ মে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন