‘র‌্যাঙ্কিংয়ে স্থান পেতে গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে’

  12-06-2021 04:25PM

পিএনএস ডেস্ক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সেবা সহজ করা জরুরি। সেবাপ্রত্যাশীরা যাতে কাঙিক্ষত সেবা পেয়ে সন্তুষ্ট হন, সেদিকে খেয়াল রাখতে হবে।’

শনিবার (১২ জুন) উদ্ভাবন ও সেবা সহজিকরণ বিষয়ে দিনব্যাপী এক ভার্চুয়াল কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। সঞ্চালনা করেন ইউজিসি‘র সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবন টিমের ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম।

সভায় অধ্যাপক ড. আলমগীর আরও বলেন, ‘বর্তমানে দেশে উচ্চ শিক্ষার ব্যাপ্তি ব্যাপক বেড়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে।’

স্বাগত বক্তব্যে ফেরদৌস জামান বলেন, ‘সরকারি সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে উদ্ভাবন ও সেবা সহজিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে বাংলাদেশের স্থান পাওয়া সহজ হবে।’

কর্মশালায় ইউজিসির সহকারী পরিচালক, সহকারী সচিব ও সমমানের কর্মকর্তারা অংশ নেন। উদ্ভাবন কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন