নিউইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

  14-12-2020 03:15PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশি চিকিৎসক তৌফিকুল ইসলাম ভূঁইয়া ধিলন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬১ বছর।

চিকিৎসক তৌফিকুল ইসলাম ভূঁইয়া ধিলন নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপারসন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ)-এর সাবেক সভাপতি ডা. তৌফিকুল আলম ভূঁইয়া ধিলন গত ১০/২২ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ডা. নাঈমা ভূইয়া একজন ডেন্টিস্ট। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন