প্রবীণ রাজনীতিক তোয়াবুর রহিম মারা গেছেন

  01-01-2021 02:48PM


পিএনএস ডেস্ক: মৌলবীবাজাররে প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইংল্যান্ড প্রবাসী তোয়াবুর রহিম বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজনগর উপজেলার বালিসহশ্র গ্রামের বাসিন্দা।

তোয়াবুর রহিম ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সসদস্য হিসেবে রাজনগর ও কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তোয়াবুর রহিম দীর্ঘদিন ধরে সপরিবারে ইংল্যান্ডে বসবাস করছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে রাজনগর ও মৌলভীবাজারের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা এবং ইংল্যান্ডস্থ রাজনগর মৌলভীবাজার সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন