বাংলাদেশ দূতাবাস কাতারে সম্মাননা পেল

  11-02-2021 12:19PM


পিএনএস ডেস্ক: কাতারের রুমাইলা হাসপাতালের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে সম্মাননা স্বরূপ দুইটি ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সম্মাননা স্বরূপ একটি প্রশংসাপত্র সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রুমাইলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা প্রদান করার জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিশেষ করে দীর্ঘ মেয়াদি চিকিৎসা সেবা নেয়া এবং অসুস্থ ব্যাক্তিকে দেশে পাঠানোর প্রক্রিয়া। এছাড়া অসুস্থ ব্যাক্তির জন্য বাংলাদেশে পৌছানোর পূর্বে দেশে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দেয়াসহ নানাভাবে রুমাইলা হাসপাতালের কর্তৃপক্ষকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন রুমাইলা হাসপাতালের পরিচালক ডাক্তার হানাদী আল হামাদ। হামাদ মেডিকেল সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন