বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত তাহসান

  18-10-2016 07:00AM



পিএনএস: জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান এর আগে একটি সেলফোন কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছিলেন। তবে এবারই প্রথম তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হলেন। রাজধানীর বনানীতে অবস্থিত ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর শুভেচ্ছাদূত হিসেবে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করবেন তিনি। তবে সেলফোন কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে যথারীতি শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি অনুযায়ী কাজ করবেন ২০১৮ সাল পর্যন্ত। এ বিষয়ে তাহসান বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি হয়েও যে শিক্ষার মানের দিক দিয়ে ভালো এ নিশ্চয়তা দিতেই কিন্তু আমি শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর শিক্ষার্থীদের আমি সেই প্রতিশ্রুতিও দিচ্ছি যে, ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয়ার লক্ষ্যে এই ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এদিকে আজ তাহসানের জন্মদিন। তবে নিজের জন্মদিন নিয়ে এই সময়ে এসে খুব বেশি আয়োজন করে অনুষ্ঠান করার পক্ষপাতী নন তিনি। কিন্তু তার অসংখ্য ভক্তের জন্য জন্মদিন কোথায় এবং কখন কিভাবে করছেন তা তুলে ধরার চেষ্টা করবেন ভিডিও আকারে। তথ্য প্রযুক্তির এই যুগে এভাবেই ভক্তদের সঙ্গে কাছে থাকার সবচেয়ে যুগোপযোগী পন্থা হিসেবে বিবেচনা করেন তিনি। তাহসান জানান, তার নতুন গান ‘প্রিয় অসুখ’ ইটিউনসের ব্যানারে শিগগিরই বাজারে পাওয়া যাবে। চলতি মাসের শেষ প্রান্তেই এর মিউজিক ভিডিও ইউটিউবে পাওয়া যাবে।


পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন