ডিলানের পেজ থেকে উঠে গেল ‘নোবেলজয়ী’

  22-10-2016 04:59AM


পিএনএস: লন্ডনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে বব ডিলানের এক ভক্ত বলেছেন, তিনি মনেপ্রাণে চান নোবেল পুরস্কারটা ডিলান প্রত্যাখ্যান করুন। কেন না, অ্যালফ্রেড নোবেল অস্ত্র ব্যবসায়ের টাকা দিয়ে এই পুরস্কারের বন্দোবস্ত করেছিলেন। কিন্তু ডিলান কী করবেন? পুরস্কার নিতে যাবেন, না কি যাবেন না? প্রশ্নটার উত্তর গার্ডিয়ানের সাংবাদিকের কাছেও নেই। কারও কাছেই নেই। খবর বলতে শুধু এটুকুই যে নিজের ওয়েবপেজ থেকে ‘সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী’ শব্দগুলোও ডিলান সরিয়ে দিয়েছেন। নোবেল কমিটি পুরস্কার ঘোষণার কয়েকদিন পরে তাঁর ওয়েবপেজে এই কটি শব্দ শুধু যুক্ত হয়েছিল। শব্দগুলো তাঁর অনুমতি নিয়ে লেখা হয়েছিল কি না তাও কারও জানা নেই। তাছাড়া তাঁর কোনও প্রতিক্রিয়া আজ অবধি কেউ পাননি। কেউ না বললেও নোবেল কমিটি অবশ্য তা গ্রাহ্য করে না, নোবেল প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদও যায় না। যেমন ১৯৬৪’র সাহিত্য নোবেলের পাশে আজও রয়েছে জাঁ পল সাত্রের নাম। ইতিমধ্যে ডিলানকে সাহিত্য নোবেল কেন সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। ১৯৬৫ সালে একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি নিজেকে প্রথমে কবি বলে মনে করেন না গায়ক বলে মনে করেন। উত্তরে তিনি বলেছিলেন, ‘ওহ, আমি নিজেকে একজন নাচগানের লোক বলেই বেশি মনে করি।’


পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন