উপস্থাপনায় মৌসুমীর ১৭ বছর

  28-10-2016 07:00AM



পিএনএস: ছোটবেলায় অভিনয়ের সঙ্গেই ছিল মৌসুমী বড়ুয়ার সখ্য। নাটকের দলের সদস্য হয়ে দেশের বাইরে গিয়ে অভিনয়ও করেছেন তিনি। আর গানের ক্ষেত্রে ১৯৯৮ সালে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত গেয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন। কিন্তু মনের অজান্তেই মৌসুমী বড়ুয়া হয়ে গেলেন উপস্থাপিকা। ১৭ বছর ধরে তিনি চ্যানেল আই’র বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি বিগত ১৪ বছর ধরে প্রতিষ্ঠানটিতে প্রযোজক হিসেবেও কাজ করছেন। চ্যানেল আই’র দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’, ‘তারকাকথন’, ‘গানের উৎসব’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক তিনি। দেশের বিশেষ বিশেষ দিবসে ‘বৈঠকী আড্ডা’ তারই পরিচালনা এবং উপস্থাপনায় চ্যানেল আইতে প্রচার হয়ে থাকে। মৌসুমী বড়ুয়া বলেন, উপস্থাপনা করতে আমি সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। বহু বছর হয়ে গেছে এ মাধ্যমটিতে। কিন্তু এখনো মাঝে-মধ্যে কঠিনই মনে হয় কাজটি করতে গিয়ে। যখন অনুষ্ঠানে দেশের কিংবদন্তি ব্যক্তিত্বরা আসেন তখন মনের গহিনে যেমন ভালো লাগা কাজ করে তেমনি কিছুটা ভয়ও কাজ করে যেন কোনো ভুল না করে ফেলি। কিন্তু আত্মবিশ্বাসের কারণেই ১৭ বছর ধরে বেশ ভালোভাবেই উপস্থাপনা করে আসছি। আমার আজকের অবস্থানের জন্য আমি চ্যানেল আই পরিবার, ফরিদুর রেজা সাগর স্যার, শাইখ সিরাজ স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এদিকে আজ বৃশ্চিক রাশির জাতিকা মৌসুমী বড়ুয়ার জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ আমার দুটি পরিবার অর্থাৎ নিজের পরিবার এবং দ্বিতীয় পরিবার চ্যানেল আই’র সঙ্গেই সময় কাটবে। মৌসুমী বড়ুয়া প্রতিবন্ধী, এতিম, অসহায় বাচ্চা এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের জন্য কাজ করেন। আজ জন্মদিনেও তাদের সঙ্গে সময় কাটাবেন তিনি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন