মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে সেরার মুকুট ইন্দোনেশিয়ার

  28-10-2016 04:19PM

পিএনএস ডেস্ক: প্রথম ইন্দোনেশিয়ান হিসেবে এ বছর বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতার অন্যতম বড় মঞ্চ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল জিতেছেন অ্যারিয়েসকা পুত্রী পার্তিভি। মঙ্গলবার আমেরিকার লাস ভেগাস অ্যান্ড ক্যাসিনোতে বসে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের চূড়ান্ত বাছাই পর্ব। সেখানেই জমকাঁলো আয়োজনের মাধ্যমে অ্যারিয়েসকা সেরা সুন্দরীর মুকুট পরেন।

২০১৪ সালে মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় দক্ষিণ সুমাত্রার হয়ে অংশ নেন অ্যারিয়েসকা। সেবার তিনি তৃতীয় রানার আপ হন।

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সেরা নির্বাচিত হওয়ার পর ২১ বছর বয়সী অ্যারিয়েসকা জানান, সেরার পদক জেতায় তিনি আনন্দিত এবং গর্বিত। এই অর্জনের মাধ্যমে বিশ্ব মঞ্চে ইন্দোনেশিয়ার নাম আরও উজ্জ্বল করতে চান তিনি।

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সেরা কস্টিউমের জন্যও পুরস্কার পেয়েছেন অ্যারিয়েসকা। এ বছর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে ফিলিপাইন ও থাইল্যান্ড।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন