জাঞ্জিবারের হোটেলে বাড়ছে অক্টোপাসের চাহিদা!

  28-10-2016 10:29PM

পিএনএস ডেস্ক: তানজানিয়ায় দিন দিন উপাদেয় খাবার হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে অক্টোপাস! দেশটির জাঞ্জিবারের সাদা বালুর সমুদ্র তীর পর্যটকদের কাছে বড় আকর্ষণ। কিন্তু প্রতিদিন যখন সাগরে ভাটার টান ধরে, পর্যটকরা তাদের হোটেলে ফিরতে থাকেন, তখনই লাঠি আর বর্শা হাতে একদল মানুষকে দেখা যায় অক্টোপাস শিকারের জন্য সাগর তীরে এগিয়ে আসছেন।
শিকারিরা এসব অক্টোপাস সাগর তীরের বড় বড় পাথর আর লতাগুল্মের ফাঁক থেকে ধরে নিয়ে হোটেলগুলোতে বিক্রি করে। অক্টোপাস শিকার করে প্রতিদিন তারা ভালোই আয় করেন। প্রতি কেজি অক্টোপাসের জন্য তারা পান দুই ডলার তিরিশ সেন্ট।
জানা যায়, পুরো পশ্চিম ভারতীয় মহাসাগর অঞ্চলে সবচেয়ে বেশি অক্টোপাস ধরা হয় তানজানিয়ায়। দেশটির জাঞ্জিবারের বড় বড় হোটেলের পর্যটকদের কাছে নাকি এসব অক্টোপাসের ভীষণ চাহিদা। আগে শুধু নারীদেরকে এই অক্টোপাস শিকারের কাজে দেখা যেত। কিন্তু এর চাহিদা বাড়াতে বেশি আয়ের জন্য পুরুষরাও এখন এই কাজ বেছে নিচ্ছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন