‘উপস্থাপিকা কি জানে আমি বয়রা, কানে কম শুনি’

  01-12-2016 01:46AM


পিএনএস ডেস্ক : অভিনেতা আবুল হায়াৎ যেখানে থাকেন সেখানে নাকি মানুষ মন খারাপ করে থাকতে পারেন না। মজার মজার জোকস শোনান তিনি। বুধবার শহীদ মিনারে শিল্পীদের সমাবেশে এসেও সবাইকে হাসালেন এই অভিনেতা।

সমাবেশ শুরুর পর থেকেই এটিএম শামসুজ্জামান এবং আবুল হায়াতকে দেখা গেছে একসঙ্গে। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলো আবুল হায়াতকে।

তিনি বক্তব্যের মঞ্চে দাঁড়িয়েই বললেন, ‘কেমন গুরুগম্ভীর হয়ে গেছে সব কিছু। সবাইকে একটু হাল্কা করার জন্য এখনকার একটা ঘটনা বলি। এই সমাবেশ শুরুর আগে মঞ্চে একজন উপস্থাপনা করছিলেন। তিনি বারবার, চিৎকার করে বলছেন ‘সবাই বসুন, সবাই বসুন’। আমার পাশে তখন এটিএম (এটিএম শামসুজ্জামান) ভাই বসা। তিনি আমাকে বললেন, ‘উপস্থাপিকা কি জানে আমি বয়রা। কানে কম শুনি’।

আবুল হায়াৎ এই কথা বলার পরপরই সমস্বরে পুরো শহীদ মিনার এলাকা জুড়ে হাসি। সমাবেশের পরিবেশই তখন অন্যরকম।

উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী সমাবেশ করেছে টেলিভিশন মিডিয়ার ১৩টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন (এফটিপিও)। ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাও’- স্লোগান নিয়ে এই সমাবেশে হাজারো শিল্পী-কলাকুশলী অংশ নেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন