সুপারহিরোদের শীর্ষে ‘ডক্টর স্ট্রেঞ্জ’

  01-12-2016 04:45PM

পিএনএস: মার্ভেল স্টুডিও’র শীর্ষ আয়ের সুপারহিরোর রেকর্ড গড়ে নিল ডক্টর স্ট্রেঞ্জ। একক সিনেমার দিক থেকে নতুন এ সুপারহিরো বাকি সবাইকে হারিয়ে দিয়েছে।

চলতি বছর মুক্তি পাওয়া ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিরিজের প্রথম সিনেমাটি আয় করেছেন ৬১.৬ কোটি ডলার। যার মূল চরিত্রে আছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ।

এতদিন র্শীষ আয়ের রেকর্ডটি ছিল ‘আয়রন ম্যান’-এর দখলে। রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে, আয় করে নেয় সাড়ে ৫৮ কোটি ডলার। পরবর্তীতে একই সিরিজের কয়েকটি সিনেমা মুক্তি পেলেও প্রথমটিকে ছাড়িয়ে যেতে পারেনি।

নভেম্বরের শুরুতেই বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ডক্টর স্ট্রেঞ্জ’। সিনেমাটি উত্তর আমেরিকার স্থানীয় বাজারে আয় করে ২০.৫১ কোটি ডলার। বাকি ৪১ কোটি ডলার আসে আন্তর্জাতিক বাজার থেকে।
মার্ভেল স্টুডিও’র শীর্ষ আয়ের একক সুপারহিরো সিনেমার তালিকায় নিচে দিকে রয়েছে— ‘অ্যান্ট-ম্যান’ (৫১.৯ কোটি), ‘থর’ (৪৫ কোটি), ‘ক্যাপ্টেন আমেরিকা : দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ (৩৭ কোটি) ও ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ (২৬.৩ কোটি)।

অভিষেক সিনেমায় মাইলফলক আয়ে খুশি ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর প্রযোজক। এরইমধ্যে একাধিক কিস্তির ঘোষণা চলে এসেছে। পাশাপাশি অন্য সুপারহিরোদের সিনেমায়ও অল্প সময়ের জন্য দেখা যাবে ডক্টর স্ট্রেঞ্জকে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন