ঊনিশে প্রথম ধর্ষিত লেডি গাগা

  07-12-2016 05:41AM



পিএনএস, ডেস্ক : ১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা লেডি গাগা। গান ও ভিন্নধর্মী স্টাইল দিয়ে বেশ অল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। আলোচনার পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তাকে সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের পপ স্টার লেডি গাগা নিজেই জানিয়েছেন, তিনি উনিশ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। তারপর দীর্ঘদিন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।

নিউইয়র্কে অবস্থিত সমকামী তরুণদের একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ তথ্যটি জানান। তিনি সেখানে স্বীকার করেন ধর্ষণের পর ‘আমি মানসিক সমস্যায় ভুগছিলাম। আমি পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) তে আক্রান্ত হয়েছিলাম।

ত্রিশ বছর বয়সী এই পপ স্টার আরো বলেন, ‘এই কথাটি এর আগে জনসমক্ষে কখনো বলিনি। যখন আমি ধর্ষণের শিকার হই তখন আমার বয়স ছিলো ১৯ বছর এবং আমি ক্যাথলিক স্কুলে পড়তাম। নিয়মিতই একজন বয়স্ক লোক আমার পিছু পিছু যেতেন। কিন্তু তাকে আমি চিনতেন না।’

তিনি বলেন, ‘একদিন সে লোকটি জোর করেই আমাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনার ৫ বছর পর আমি জানতে পারি আমার ধর্ষক হলেন একজন সঙ্গীত পরিচালক। তার বয়স আমার চেয়ে ২০ বছরের বেশি।’

তবে সেই সঙ্গীত পরিচালকের নাম অবশ্য তিনি প্রকাশ করেননি। এ বিষয়ে গাগা আরো জানান, ‘আমার সম্পর্কে একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম সেটা আমি জানি। কিন্তু আমি জীবনের একটি কালো অধ্যায় পার করে এসেছি সেটা কেউ জানে না।’

তিনি বলেন, ‘ক্যাথলিক স্কুলে পড়াকালীন ধর্ষিত হই আমি, তা-ও আমার চেয়ে ২০ বছরের বড় সঙ্গীত পরিচালক কর্তৃক। তারপর আমার জীবন বদলে গিয়েছিল। মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু গান আমাকে আবারো বাঁচতে শিখিয়েছে। তাই গানকেই সৃষ্টিকর্তার তরফ থেকে আমার জন্য একটি বদান্য হিসেবে মানি আমি।’

যারা এরকম বিভিন্ন স্ট্রেস এর মধ্য দিয়ে যাচ্ছেন তারা আরোগ্য লাভের জন্য দয়ার চর্চা করতে পারেন। দয়া ও উদারতা হচ্ছে এটা থেকে সেড়ে উঠার ‘সেরা উপায়’।

নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, ‘আমার প্রতি দয়া দেখানো হয়েছিল। চিকিৎসকরা, আমার পরিবার ও আমার বন্ধু-বান্ধবরা আমার প্রতি দয়ালু ছিল। সেটাই আমাকে রক্ষা করেছে।’

সেই আশ্রয়কেন্দ্রে থাকা সমকামী তরুণ-তরুণীদেরকে বিভিন্ন উপহার দেন লেডি গাগা। লেডি গাগার এই উপহার পেয়ে তারা বিস্মিত হয়েছিল।

উপস্থিত সবাইকে মেডিটেশনের প্রতি জোর দেওয়ার কথা বলে লেডি গাগা বলেন, ‘মেডিটেশন আমাকে শান্ত হতে সাহায্য করে।’

সেখান থেকে ফিরে লেডি গাগা তার টুইটারে লিখেন, ‘আজকে আমার একটি অতি গোপন কথা দুনিয়ার কাছে শেয়ার করলাম। গোপন কথা আপনাকে গ্লানিতে পূর্ণ করে অসুস্থ করে দেয়।’
সূত্র: বিবিসি

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন