ফের একসঙ্গে অপর্ণা ঋতুপর্ণা

  08-12-2016 06:30PM

পিএনএস: অপর্ণা সেন যে ছবির ক্রিয়েটিভ কনসালট্যান্ট, সে ছবিতেই অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত৷

অপর্ণা সেন আর ঋতুপর্ণা সেনগুপ্তকে যদি আবার একসঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা যায়, কেমন হয়? প্রশ্নের উত্তর পাওয়া যাবে শিগগিরি৷ কারণ এই দুই তারকাকে একসঙ্গে এক ছবিতে আনছেন পরিচালক রঞ্জন ঘোষ৷ যাঁর আগের ছবি ‘হৃদমাঝারে’৷ এবার রঞ্জন শুরু করছেন নতুন ছবি৷ সে ছবির ওয়ার্কিং টাইটেল ‘রং বরঙের কড়ি’৷ পরিচালকের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, চারটে ছোট গল্প নিয়ে তৈরি হবে এই ছবি৷ যে গল্পগুলোর চরিত্র এক নয়৷ চারটে আলাদা গল্প৷ মিল শুধুমাত্র থিমে৷ রঞ্জন বলছেন, ‘আর আগে এসআরএফটিআইয়ের জন্য আমি একটি শর্ট ফিল্ম তৈরি করি৷ আরও কয়েকটি শর্ট ফিল্মের ভাবনা মাথায় ছিল৷ সেই গল্পগুলো শুনে প্রযোজকের পছন্দ হওয়ায়, এই ছবির প্ল্যান সাজানো হয়৷’ এই ছবির গল্পে শহরের মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত মানুষদের দেখা যাবে না৷ বরং শহর ছাড়িয়ে বাইরে গেলে যেসব মানুষদের দেখা যায়, তাঁদের আদলেই তৈরি এই ছবির বিভিন্ন চরিত্র৷ এইসব চরিত্রের জীবনে টাকা কীভাবে প্রভাব ফেলে তাই নিয়েই গল্প৷

ছবির কাস্টিং-এ চমক রয়েছে৷ পরিচালক প্রথম ছোট গল্পের শ্যুটিং শুরু করছেন সোহম চক্রবর্তী, অরুণিমা ঘোষ আর খরাজ মুখোপাধ্যায়কে নিয়ে৷ অন্য একটি গল্পে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে৷ সঙ্গে থাকবেন ঋত্বিক চক্রবর্তী, এখনও ভাবনা সেরকম৷ এছাড়াও ছবিতে রয়েছেন চিরঞ্জিত্ চক্রবর্তী৷ টালিগঞ্জের আরও কিছু নামী মুখকে দেখা যাবে ছবিতে, যাঁদের সঙ্গে শেষ পর্যায়ের কথাবার্তা এগোচ্ছে৷ চমকের ব্যাপার হল, ক্যামেলিয়া গ্রুপ প্রযোজিত এই ছবিতে ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে থাকছেন পরিচালক অপর্ণা সেন৷ ইদানীং খুবই বেছে কাজ করেন৷ কীভাবে রঞ্জন রাজি করালেন তাঁকে এই ছবির সঙ্গে যুক্ত করতে? রঞ্জন বলছেন, ‘‘ইতি মৃনালিনী’ ছবিতে গল্প লেখার সময় ওঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়৷ টালিগঞ্জে উনিই আমার মেন্টর৷ তাই ওঁকে অনুরোধ করি এই ছবিতে থাকতে৷’ তা হলে কি অপর্ণা-ঋতুপর্ণাকে আরও একবার দেখা যাবে ছবির সেটে? অপেক্ষা যে তারই!



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন