টিআইসিতে চলছে তিনদিনের উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন

  12-01-2017 09:19PM

পিএনএস : বিশ বছর পূর্তি উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে হলে (টিআইসি) চলছে তিন দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন। বুধবার সন্ধ্যায় পন্ডিত দিলীপ দাশ সম্মেলনের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০ জন শিশু-কিশোর তবলার লহরি দিয়ে সম্মেলনের সূচনা করেন।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও তারা টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি নিরুপম দাশগুপ্ত। তিনি উচ্চাঙ্গ সঙ্গীতকে সংস্কৃতির মূল ভিত্তিধারা হিসেবে উল্লেখ করে আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক শায়লা হাসান, মুম্বাই থেকে আসা স্বর্নিমা গোসাইন গান পরিবেশন করেন এবং কোলকাতার সরোদ ভট্টাচার্য সরোদের সুর তুলেন।

শুক্রবার সকালে ‘আলোকিত সমাজ বিনির্মাণে উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুত্ব’ শীর্ষক আলোচনা হবে। সন্ধ্যায় বসবে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর।

তিন দিনব্যাপী আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতের কোলকাতা ও মুম্বাই থেকেও সঙ্গীতজ্ঞরা চট্টগ্রামে এসেছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন