‘আমি যে কাজ করতে চাই সেটাই করি’

  23-01-2017 07:24AM

পিএনএস ডেস্ক: পাঁচশ ও এক হাজার রুপির নোট বাতিলের পর, ভারতের অর্থনীতির কিছুটা মন্দাবস্থার প্রভাব পড়েছে বলিউডেও। তারপরও ব্যবসায়িক সাফল্য পাচ্ছে আমির খানের ছবি ‘দঙ্গল’, বক্স অফিসে তাই এই ছবির পারদ চড়ছে উপরের দিকেই।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দঙ্গলের এই দারুণ সাফল্যে সিনেমা হলের মালিকদের কাছ থেকে কৃতজ্ঞতায় ভরা একাধিক উষ্ণ চিঠি পেয়েছেন আমির খান।
চলচ্চিত্র ব্যবসায় ২০১৫ ও ২০১৬ সালের মন্দা কাটাতে ‘দঙ্গল’ শক্ত ভূমিকা রাখায় পত্র মারফত হলের মালিকরা ধন্যবাদ জানান আমিরকে।
চিঠির প্রতিক্রিয়ায় আমির খান বলেন, ‘আমার কাছে পুরো যাত্রাইটাই ছিল উত্তেজনায় পরিপূর্ণ। আমি যখন ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, দেখি আমার বেশির ভাগ সিদ্ধান্ত ছিল বাস্তবতাহীন ও ঝুঁকিপূর্ণ। এমনকি এটি দঙ্গলের বেলাতেও।’
আমির যোগ করেন, ‘আমি যে কাজ করতে চাই সেটাই করি। অনেকেই এ রকমটা করে সৌভাগ্যবান হন না। আমি বর্তমান অবস্থার জন্য কৃতজ্ঞ।’
২০১৬ সালে ঝিমিয়ে পড়া বলিউডকে বছরের শেষ দিকে এসে বলতে গেলে একাই চাঙ্গা করেছেন আমির খান।
মুক্তি পাওয়ার পর থেকেই দেদারসে ব্যবসা করছে আমিরের ‘দঙ্গল’। ছবিটি ভারতের বক্স অফিসে এপর্যন্ত আয় করেছে ৫২৩ কোটির রুপিরও বেশি।
এ বছর ৬২তম ফিল্মফেয়ার এওয়ার্ডও জিতেছে আমিরের ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর ফোগতের জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে আমির অভিনয় করেছেন মূল চরিত্রে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন