ফারুকীর ‘ডুব’ আটকে যাওয়ায় ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া

  18-02-2017 01:45PM

পিএনএস ডেস্ক: মুক্তির আগেই আলোচনায় আসা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‌‘ডুব’ তথ্য মন্ত্রণালয়ের আদেশে আটকে গেছে। বিষয়টি নিয়ে বেশকিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্মাতা ফারুকী।

নিজের ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছে, ‘আমরা গেল বছরের মার্চ মাসে নিয়ম মেনে যৌথ প্রযোজনার জন্য গঠিত বিশেষ কমিটির কাছে স্ক্রিপ্ট জমা দেই। রিডার্স প্যানেল সেটা পড়ে মার্চের বারো তারিখ অনুমতি পত্র দেয়। তার ভিত্তিতে আমরা ছবির শুট করি। গেল ১২ ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ছবি দেখে। ১৫ তারিখ তারা অনাপত্তি পত্র দেয়।’

ফারুকী আরও লেখেন, ‘কিন্তু একদিন পর একশো আশি ডিগ্রি ঘুরে একই কমিটি আমাদের চিঠি দিয়ে জানায় তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে গতকাল ইস্যু করা অনাপত্তি পত্র স্থগিত করা হলো। এবং সেখানে কোনো কারণ পর্যন্ত ব্যাখ্যা করা হলো না। অর্থাৎ কার্যত আমাদের ছবিটি এখন আটকে গেলো। কিন্তু আমরা বিশ্বাস করি, এই সাসপেনশন সাময়িক।’

এই ব্যাপারটিকে বেআইনি কাজ দাবি করে ফারুকী ওই স্ট্যাটাসে আরও লেখেন, ‘যে বা যারা সরকারের কাঁধে বন্দুক রেখে নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টা করেছেন, তারা কেবল সরকারকে বিব্রতই করছেন। সরকারের প্রতি আমাদের আস্থা আছে। আমরা কোনো ধরনের কপি রাইট লঙ্ঘন বা কোনো বেআইনি কাজ করিনি। সুতরাং আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইবো এই আদেশের পেছনে কি কারন আছে। আমরা বিশ্বাস করি এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করা হবে। এবং আমাদের গণতান্ত্রিক অধিকার এবং ফ্রিডম অব এক্সপ্রেশনকে শ্রদ্ধা করা হবে।’

এদিকে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘আমাদের ছবির উপর কোনো স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই। ফলে ঘাবড়াইবেন না। আমরা সাময়িকভাবে আটকা পড়েছি এনওসি সাসপেন্ড করার জন্য। আমরা বিশ্বাস করি এই সাসপেনশন অনির্দিষ্টকাল টেনে নিয়ে ছবিটা আটকে রাখা হবে না এবং অচিরেই এই অন্যায্য সাসপেনশন প্রত্যাহার করা হবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, নির্মাণের শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির। এই ছবির গল্প নিয়ে একটি ‘ওপেন সিক্রেট’ বিষয় আছে। আশংকা করা হচ্ছে ‘ডুব’ নির্মিত হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে। আর সেই আশংকার জেরেই ছবিটির নির্মাণ নিয়ে আপত্তি তুলেছে হুমায়ূন আহমেদের পরিবার।

হুমায়ূন আহমেদের জীবনের কিছু অংশ নিয়ে নির্মিত হলেও তার পরিবারের সদস্যদের অনুমতি নেয়া হয়নি। আর এজন্যই ছবিটিতে হুমায়ূন আহমেদের কোনো গল্প আছে কি না তা যাচাই বাছাই করে ছাড়পত্র দেয়ার জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন