শাহ্‌ আবদুল করিম লোক উৎসব ২০১৭

  24-02-2017 12:41PM

পিএনএস ডেস্ক: প্রয়াত বাউল সম্রাট শাহ্‌ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে দিরাইয়ের উজানধলে 'লোক উৎসব-২০১৭' ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।

বাউল শাহ আবদুল করিমের কর্ম ও তার গানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

বাউল সম্রাট শাহ্‌ আবদুল করিমের পুত্র শাহ্‌ নূর জালাল বলেন, বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বাউল সম্রাট শাহ আবদুল করিম পরিষদের আয়োজনে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাউল সম্রাটের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা ও গান পরিবেশন করবেন বিভিন্ন স্থান থেকে আগত অতিথি ও শিল্পীরা। সমাপনী দিনে ঢাকার জনপ্রিয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

উল্লেখ্য, 'বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে', 'আগে কি সুন্দর দিন কাটাইতাম', 'গাড়ি চলে না', 'কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু' এরকম অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শাহ্‌ আবদুল করিম। একুশে পদকপ্রাপ্ত এ কিংবদন্তি বাউল শিল্পী জীবদ্দশায় দেড় হাজারেরও বেশি গান রচনা করেছেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন