সুইডেনে কর্মীদের অফিসমুখী করতে অভিনব উদ্যোগ!

  24-02-2017 08:46PM

পিএনএস ডেস্ক : যৌনতা অনেক চেয়ে বড় আকর্ষণের একটি বিষয়। তাই অফিসের প্রতি কর্মীদের আকর্ষণ বাড়াতে ‘সেক্স ব্রেক’–এর ব্যবস্থা করছে সুডেনন। এমনটাই দাবি করেছেন দেশটির ওভারটর্নিয়া শহরের এক কাউন্সিলর পেক এরিক মুসকাস।

তার দাবি, এতে কর্মীরা চাঙ্গা থাকবেন। কাজের ফাঁকে কর্মীরা ‘সেক্স ব্রেক’ নিয়ে বাড়িতে গিয়ে ফের ঝরঝরে হয়ে কাজে ফিরতে পারবেন। এই মর্মে তিনি সে দেশের সরকারের কাছে প্রস্তাবও ইতোমধ্যে দিয়েছেন বলে জানা গেছে। মুসকোস বলেছেন, ‘বিভিন্ন গবেষণায় বারবারই প্রমাণিত হয়েছে যে, যৌনতা স্বাস্থ্য ভাল রাখে। তাছাড়া, কাজের চাপে অনেকেই স্ত্রী–কে সময় দিতে পারেন না। সেই সমস্যাও মিটবে।

কিন্তু যৌনতার জন্য বিরতি নিয়ে কোনও কর্মী যে আড্ডা মারছেন না কিংবা ঘুমিয়ে নিচ্ছেন না সেটা কী করে বোঝা যাবে। সে প্রসঙ্গে মুসকোস বলেন, ‘কর্মীদের ওপরে আস্থা রাখতে হবে। প্রস্তাবটি পাস না হওয়ার কোনও কারণ নেই। এই সুযোগ পেলে কর্মীদের বাড়ি ফেরার তাগিদ কমে যাবে। কেউ আর ছুটির জন্য মুখিয়ে থাকবেন না।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন