‘আমি শর্ত দিয়েই শুটিং করি’

  25-02-2017 02:37PM

পিএনএস ডেস্ক: সংসার আর পেশা দুই জায়গাতেই বেশ ব্যস্ত থাকেন বাঁধন। এরপরেও নাটকে তিনি একদম নিয়মিত। অথচ ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যাপারে তার আগ্রহের মাত্রা কিন্তু অন্য অনেক অভিনেত্রীর চেয়ে একটু বেশিই। বর্তমানে একই সঙ্গে ছয়টি নতুন ধারাবাহিকের শুটিং করছেন তিনি।

বাঁধন অভিনীত নতুন নাটকগুলো হলো অঞ্জন আইচ পরিচালিত ‘অবাক দিনরাত্রি’, সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’, সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’, মাসুদের ‘পোস্টমর্টেম’ এবং আশরাফুজ্জামানের ‘স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন’।

নাটকগুলোর একটির সঙ্গে আরেকটির নামে যেমন ভিন্নতা, তেমনিভাবে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন বাঁধন।

এমনকি একই দিনে একাধিক নাটকের শিডিউল থাকে তার। ফলে সকালে এক চরিত্রে, তো বিকালে আরেক চরিত্রে সেটে উপস্থিত থাকতে হয়, সেভাবেই অভিনয় করতে হয়। তার মতে একজন পেশাদার অভিনেতাদের এমন করেই চলতে হয়।

বেশির ভাগ অভিনেত্রী যেখানে ধারাবাহিক নাটকে অভিনয় করা থেকে নিজেকে গুটিয়ে রাখছেন, সেখানে উল্টোটাই করেন বাঁধন। তিনি নাকি সিঙ্গেল নাটক অভিনয়ই করতে চান না।

বাঁধন জানান, আমি তো শর্ত দিয়েই শুটিং করি, সেটা হলো যে করেই হোক রাত ৯টার মধ্যে শুটিং শেষ করে আমাকে আমার পরিবার, সন্তানের কাছে ফিরতে হবে।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন