আইসিটি আইনে মামলা করলেন শাওন

  26-02-2017 03:08PM

পিএনএস ডেস্ক: দুই দিন আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়রি) করার পর এবার মামলা করেছেন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

ফেসবুকে স্ট্যাটাস ও লাইভ ভিডিওতে শাওন ও তার পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকির প্রেক্ষিতে ধানমণ্ডি থানায় গেল ২৪ ফেব্রুয়ারি জিডিটি করেছিলেন তিনি।

এবার একই কারণে আইসিটি অ্যাক্ট ৫৭ ধারায় মামলা করলেন। শাওন আজ (রোবিবার) ১২টার দিকে ধানমণ্ডি থানায় মামলাটি করেন।

এ প্রসঙ্গে শাওন বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। স্ট্যাটাস ও লাইভ ভিডিওতে তিনি নানা রকম আজেবাজে কথা ছড়াচ্ছেন। শুধু তাই নয়, ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমে আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন।’

জানা গেছে, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে তিনি গেল কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন শাওনকে লক্ষ্য করে। যা এখন ফেসবুক ভাইরাল।

এই বান্টি মীর তার ফেসবুক পেজে ‘ডুব’ ছবির পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘শাওন আপু তোমার কাহিনী।’

এছাড়া তিনি তার আরেকটি পোস্টে লিখেছেন, ‘ইদানিং দেখলাম ২০-২২ বছরের মেয়েরা ৪০-৫০ বছর বয়স্ক পুরুষের প্রতি ঝুকে পড়ছে। শাওন সিনড্রোম।’

শাওনকে উদ্দেশ্য করে এমন আরও অনেক বিব্রতকর মন্তব্য তিনি করছেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন