এবার যারা অস্কার পেলো

  27-02-2017 12:43PM

পিএনএস ডেস্ক: অস্কার পুরষ্কার হল চলচ্চিত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক বাৎসরিক একটি পুরষ্কার, যা বিশ্বব্যাপী এই শিল্পের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। যেদিন এ পুরষ্কার দেওয়া হয়, সারা বিশ্বের চোখ থাকে পুরষ্কার বিতরণীর মঞ্চে। বিজয়ীদের সাথে উল্লাসে ফেটে পড়েন ভক্ত-দর্শকরাও। বরাবরের মতো এবছরও ঘোষিত হলো অস্কার পুরষ্কার বিজয়ীদের নাম। তাদের হাতে তুলে দেওয়া হলো পরিচিত সেই মূর্তি, যা হাতে পেলে মনে হয় বিশ্বটাই জয় করা হল।

৮৯তম অস্কার মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল অস্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

২০১৭ সালে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা সম্মাননা পেলেন যারা-

সেরা চলচ্চিত্র- মুনলাইট

সেরা অভিনেতা- কেসেই অ্যাফলেক (ম্যানচেস্টার বাই দ্য সি)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (লা লা ল্যান্ড)

সেরা চলচ্চিত্র পরিচালক- ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড)

সেরা বিদেশি চলচ্চিত্র- দ্য সেলসম্যান (ইরান)

সেরা সহ অভিনেতা- মাহেরশালা আলি (মুনলাইট)

সেরা সহ অভিনেত্রী- ভিয়োলা ডেভিস (ফেনসেস)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- জুটোপিয়া

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- পিপার

সেরা শর্ট ফিল্ম- সিং

সেরা প্রোডাকশন ডিজাইন- লা লা ল্যান্ড

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট- দ্য জঙ্গল বুক

সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)- জাস্টিন হারউইটজ্ (লা লা ল্যান্ড)

সেরা মিউজিক(অরিজিনাল সং)- সিটি অফ স্টারস- লা লা ল্যান্ড

সেরা অ্যাডপটেড স্ক্রিন প্লে- মুনলাইট।

সেরা অরিজিনাল স্ক্রিন প্লে- ম্যানচেস্টার বাই দ্য সি

সেরা এডিটিং- হ্যাকশ রিজ

সেরা সিনেমাটোগ্রাফি: লাইনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড)

সেরা পোশাক ডিজাইন- কোলিন অ্যাটউড (ফ্যান্টাস্টিক বিস্টস্ আন্ড হোয়্যার টু ফাইন্ড দেম)

সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং- সুইসাইড স্কোয়াড

সেরা তথ্যচিত্র- ওজে: মেড ইন অ্যামেরিকা

সেরা সাউন্ড এডিটিং- অ্যারাইভাল

সেরা সাউন্ড মিক্সিং- হ্যাকশ রিজ

অস্কারের ৮৯ তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় গত ২৪ জানুয়ারি। অস্কারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ধারণকৃত ভিডিওর মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ভিডিওটির চিত্রায়ণ হয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন ও টোকিওতে।

এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন