‘মিজু আহমেদের জানাজা পড়তে সত্যিই অনেক কষ্ট হচ্ছে’

  28-03-2017 12:59PM


পিএনএস: এফডিসিতে সহকর্মী ও ভক্তদের ফুল ও চোখের পানিতে সিক্ত হলেন মরহুম অভিনেতা মিজু আহমেদ। মঙ্গলবার সকালে পান্থপথের নিজ বাড়িতে প্রথম জানাজা শেষে এফডিসিতে দ্বিতীয় জানাযায় পর চিরবিদায় জানান চলচ্চিত্রপ্রেমীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রিয় কর্মস্থল এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানো হয় মরহুম এই অভিনেতাকে।

মিজু আহামেদের লাশ জানাযা শেষে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে মা-বাবার কবরের পাশে সমাহিত হবেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা মিজু আহমেদকে শেষবারের মতো দেখার জন্য এফডিসিতে এসেছিলেন তারকারা। তারা হলেন ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, পরিচালক শেখ নজরুল ইসলাম, মুশফিকুর রহমান গুলজার, অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ।

জানাযার আগে পরিচালক শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমার হাত ধরে মিজু আহমেদ চলচ্চিত্রে এসেছিলেন। তার জানাযা পড়তে সত্যিই অনেক কষ্ট হচ্ছে।’

জানাযায় এসেছিলেন মিজু আহমেদের ছেলে আশরাফুল আহমেদ। তিনি জানান, সকাল ১০টায় রাজধানীর পান্থপথে তাদের বাসার সামনে প্রথম জানাযায় অংশ নেন এলাকাবাসী ও আত্মীয়-স্বজন।

সোমবার রাতে ট্রেনে করে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিজু আহমেদ। ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিলো তার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন