না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক ইবনে মিজান

  28-03-2017 03:53PM

পিএনএস ডেস্ক: ষাটের দশকের রূপালি পর্দার সাড়া জাগানো চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ইবনে মিজান আর নেই। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার করোনা শহরে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ইবনে মিজানের পারিবারিক সূত্রে জানা যায়, তার নামাজে জানাজা স্থানীয় সময় মঙ্গলবার বাদ জোহর করোনা মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি গভীর শোক জানিয়েছেন।

জানা গেছে, ছয় সন্তানের জনক চলচ্চিত্র পরিচালক ইবনে মিজান চলচ্চিত্র জগত ছেড়ে দিয়ে ১৯৯০ সালে সপরিবারে ক্যালিফোর্নিয়া শহরে চলে যান এবং করোনা শহরে তার বড় ছেলে টিটো মিজানের বাসায় ওঠেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ বাসাতেই ছিলেন।

ইবনে মিজানের কয়েকটি উল্লেযোগ্য চলচ্চিত্র হলো-
আবার বনবাসে রূপবান (১৯৬৬), রাখাল বন্ধু (১৯৬৮) বাঁশের কেল্লা, নিশান (১৯৮৪), এক মুঠো ভাত (১৯৭৬), লায়লী মজনু (১৯৭৯), চন্দন দ্বীপের রাজকন্যা (১৯৮৪) ইত্যাদি।

জেডএ/পিআর


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন