শাহরুখ খান নির্দোষ

  21-04-2017 08:43AM

পিএনএস ডেস্ক: রাজস্থান হাইকোর্টের বিচারক বনবারী লাল শর্মার বেঞ্চের পক্ষ থেকে রায় দেয়া হয়েছে যে অভিনেতা শাহরুখ খান নির্দোষ। ছবির প্রচার চলাকালীন রেলের সম্পত্তির ক্ষতি তিনি করেননি এমনই বক্তব্য উঠে এল রায়ে।

গত বুধবার রাজস্থান হাইকোর্ট শাহরুখকে নির্দোষ বলে রায় দেয় এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলা হয়। তার বিরুদ্ধে পুলিশি তদন্ত বন্ধেরও নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, রইস ছবির প্রচারে শাহরুখ কোটাতে এলে তাকে দেখতে ভিড় উপচে পড়ে, অনেক শোরগোল সমস্যাও হয় সেই সময়। আর সেসবের ফলেই নাকি রেলের সম্পত্তির ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। এমনকি সেই চত্বরে স্টল ছিল বিক্রম সিং নামের এক ব্যক্তি, এই ভিড়ে তার স্টলের ক্ষতি হয় বলে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। এরপরে একাধিক অভিযোগে মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন