হাওরবাসীদের জন্য পরীমণির আহ্বান

  30-04-2017 04:39PM

পিএনএস ডেস্ক : ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ফসলহানিতে চরম দুর্দশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন হাওর অঞ্চলের বাসিন্দারা। এরপর থেকে যে যেভাবেই হোক তাঁদের পাশে দাঁড়ানো কিংবা সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করছেন। বাদ যাননি হালের আলোচিত অভিনেত্রী পরীমণিও। রবিবার দুপুরে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সহানুভূতি প্রকাশ করেন। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।



আমার সিনেমাটা #আপন_মানুষ এমন সময় মুক্তি পেয়েছে যখন সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ'র মানুষের ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে। স্বভাবতই এবারের আনন্দটা সেভাবে উদযাপন করতে পারছি না। তাদের জন্য অনেক বড় কিছু করতেও পারছি না। কতটুকুইবা করার থাকতে পারে আমার মতো মানুষের! তবুও আমার মতো করে চেষ্টা করছি। আমার স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের এইবার আমার সিনেমা দেখার জন্য আহ্বান করার আগে বলবো হাওরবাসীর পাশে দাঁড়ান। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক নিশ্চিত করে অতঃপর নিজে আনন্দের জন্য সিনেমা হলে আসুন। আমাদের আসল হিরো হিরোইনদের রক্ষা করুন। আমরা তো প্রতীকী হিরো হিরোইন...


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন