কিং খানের কলেজের মার্কশিট এখন ভাইরাল!

  17-05-2017 04:09PM

পিএনএস ডেস্ক : তাঁর কলেজের মার্কশিট এখন ভাইরাল, চলছে অনবরত শেয়ার৷ বাকি বিষয়ে যদিও নম্বর ছিল ভালই তবে ইংরেজিতে তা কমে গিয়েছে অনেকটাই৷ভাইরাল হওয়া মার্কশিটটি হন্সরাজ কলেজের এক প্রাক্তন পড়ুয়ার৷ বুঝতে পারছেন কি কে তিনি? তিনি বলিউড বাদশাহ৷ কখনও তিনি রাহুল (নাম তো সুনা হি হোগা) কখনও তিনি দিলওয়ালের রাজ, যে তার দুলহানিয়াকে চলন্ত এক ট্রেনে তুলতে ব্যস্ত, আবার কখনও তিনি শুধু ‘খান’ আর তিনি ‘টেররিস্ট’ নন৷ এবার বুঝে গিয়েছেন নিশ্চয়৷

সেই সময়ের ছাত্র শাহরুখের গ্র্যাজুয়েশনের মার্কশিটে দেখা গিয়েছে মাত্র ৫১ পেয়েছিলেন ইংরেজিতে, কোন বিষয়ে তিনি পেয়েছেন ৯২ তো কোনটাতে ৭৮৷ কলা বিভাগের (সাম্মানিক) সেই মার্কশিট তিনি নিতেও আসেননি কখনও৷ ইংরেজিতে কম নম্বর পাওয়া শাহরুখকে দেখে কে বলবে সেই শাহরুখই সম্প্রতি ‘টেড টক’ এ নিজের পুরো বক্তব্যটিই রেখেছিলেন ইংরেজিতে!

এক অনলাইন পোর্টালে কর্মরত একটি ছেলে পোস্ট করে এই মার্কশিটটি৷ পোর্টালের অ্যাডমিনের পক্ষ থেকে জানানো হয়, ‘‘এই অনলাইন পোস্টটি এটা প্রমাণ করে আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং জীবনের লক্ষ্য জানেন তবে পরীক্ষার মার্কসের কোনও দরকার পড়ে না৷ আর এক্ষেত্রে শাহরুখ খানের চেয়ে আর কোনও ভাল উদাহরণ হতে পারে কি?’’


তিনি আরও জানান “এই পোর্টালের মাধ্যমে আমরা ছাত্রদের উদ্বুদ্ধ করি, উৎসাহ দিই৷ আর সবসময়ই সেলেব্রিটিদের পোস্ট মানুষদের আগ্রহ বেশি বাড়ায়, ছাত্র-ছাত্রীরা তাঁদের কথাই বলে৷ আর যখন কথা হচ্ছে বলি-বাদশাহকে নিয়ে, সেই নিয়ে তো মানুষের চাহিদা থাকবেই৷’’

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন