নায়ক থেকে এবার নেতা রজনীকান্ত?

  20-05-2017 03:47PM

পিএনএস ডেস্ক : রাজনীতিতে রজনী? নায়ক থেকে কি এবার নেতার রোলে প্রবাদপ্রতিম রজনীকান্ত? যদি হয়, তাহলে কোন দলে? নাকি নিজের নিজস্ব দল তৈরী করবেন গল্পের রাজা রজনী৷ নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি সব মিডিয়ায় ভাইরাল৷ তবে কি…? রজনীকান্তকে চেনা ছকে কে কবে বন্দী করতে পেরেছে৷ তাই প্রশ্নের পাহাড় জমা হলেও, উত্তর একমাত্র একমাত্র থ্যালাইভার পকেটে৷ ৮ বছর পর ফ্যানদের সঙ্গে দেখা করার শেষ দিনে কি ইঙ্গিত দিলেন দক্ষিণের সুপারস্টার?

সপ্তাহান্তে শেষবারের জন্য তাঁর ফ্যানেদের মুখোমুখি হলেন রজনীকান্ত৷ তাঁর বক্তব্য ছিল ক্ষুরধার, যেন এক ধুরন্ধর রাজনৈতিক নেতা তাঁর রাজনৈতিক প্রচারে নেমেছেন৷ তাঁর কথায় ছিল এক নিখুঁত সংকেত যা বারেবারে বুঝিয়ে দেয় রাজনীতিতে যোগদানের সম্ভাবনার একটা দিক খোলাই রাখছেন রজনী৷ ৬৬ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘‘আমি ২৩ বছর ধরে কর্নাটকে ছিলাম এবং প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুতে ছিলাম। আমি একজন তামিল, আপনারা আমায় তামিল বানিয়েছেন’’৷ এমনকি তাঁর বক্তব্য ছিল ভোটের আগে রাজনৈতিক নেতাদের বক্তব্যের মত, রজনী বলেন ‘‘যুদ্ধের সময় আমি আপনাদেরকে আহ্বান জানাব। আপনারা তখন আসবেন। অতীতেও সব মানুষেরা এক হয়ে যুদ্ধে যেতো’’৷ আর রজনীর এই বক্তব্যেই রাজনীতিতে আসার জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে৷

এম কে স্টালিন এবং ডিএমকের অনহবুমানী রামাদৌসের মত নেতাদের নাম করে তামিল তারকা বলেন ‘‘এনাদের মত ভাল নেতাও রয়েছে তামিলনাড়ুতে, তবে গোটা সিস্টেমটি ভেঙে পড়ছে৷ এই সিস্টেমটির পরিবর্তন করতে হবে’’৷

রাজনৈতিক বিদ্বজনদের মতে মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পরে তামিল রাজনীতিতে শুণ্যস্থান পূরণ করতে পারে রজনীই৷ যদিও রজনী নিজে এখনও এই বিষয়ে ইতিবাচক কোন বক্তব্য রাখেননি তবে একেবারে নাকচও করেননি৷ জল্পনা এও উঠছে যে রজনীকান্ত নিজে বিজেপি সমর্থিত রাজনৈতিক দল নিয়ে মাঠে নামতে পারেন৷ ২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা গিয়েছিল তাঁকে৷ রাজনীতিতে আপাতত না থাকা রজনী কিন্তু একদা পরোক্ষভাবে রাজনীতিতে ছিলেন৷ ১৯৬৬ সালে তৎকালীন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে-নেতৃত্বাধীন জোটের সমর্থনে ছিলেন তিনি, যদিও তিনি এই সমর্থনে থাকার জন্য অনুতপ্ত, ভুল বলে তা স্বীকারও করেছেন৷


সূত্র অনুযায়ী, তামিলনাড়ুর রাজনীতির টালমাটাল পরিস্থিতিরর জন্য রজনীকান্তের যথেষ্ঠ উদ্বেগে ছিলেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে বেশ বিচলিতও হয়ে পড়েন তিনি। রজনীকান্ত একাধারে জানান তিনি আপাতত কোন রাজনৈতিক দলে যোগ দিতে রাজি নন, কিন্তু অন্যদিকে বিজেপি দলে যোগ দেওয়ার আমন্ত্রণও প্রত্যাখ্যান করতে দেখা যায়নি তাঁকে। তাঁর কথায় ‘‘ঈশ্বর চাইলে তিনি যোগ দেবেন’’৷

রজনীকান্তের অনুরাগীরা বিশ্বাস করেন যে, এই বছর থালাইভার জন্মদিনটি আরও বিশেষ হতে পারে, হয়ত সুপারস্টারের জন্মদিনেই তিনি নিজেই ঘোষণা করবেন যে তিনি রাজনীতিতে সরাসরি আসতে চলেছেন৷ যদিও তা জানতে অপেক্ষা করতে হবে আরও ৭ মাস৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন