অবশেষে ক্ষমা চাইলেন মিশা

  29-05-2017 05:25PM

পিএনএস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নতুন কমিটি। গত ২৭ মে নব-নির্বাচিত ওই কমিটি যে ব্যানার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল, সেখানে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছিলো ‘শেখ মুজিবর রহমান’ ।

বঙ্গবন্ধুর নাম এমন ভুল বানানে লেখার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যেমে নিন্দার ঝড় ওঠে।

এই অনাকাঙ্খিত ভুলের জন্য আজ সোমবার (২৯মে) বিকেলে শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগর তার ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমা চেয়েছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, আমি ও আমার পরিষদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বানানটির প্রিন্টিং মিস্টেক আমাদের ব্যানারে হওয়াতে অত্যন্ত লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।

আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো, যেটা এই প্রথম বারের মত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি করেছে। ধন্যবাদ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন