হুমায়ূন আহমেদের পুরস্কার পেল দুই ছেলে

  24-07-2017 11:54PM

পিএনএস ডেস্ক: নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত হয়েছিল 'অনিল বাগচীর একদিন' ছবিটি। এই ছবির চিত্রনাট্য লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন প্রয়াত হুমায়ূন আহমেদ।

লেখক বেঁচে না থাকলেও তার পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছেন হুমায়ূনের দুই ছেলে নিষাদ ও নিনিত। এসময় সঙ্গে ছিলেন তাদের মা নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সোমবার সন্ধ্যায় শাওন হাস্যোজ্জ্বল মুখেই স্বামীর অর্জিত দেশ সেরা চিত্রনাট্যকারের এই পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠেন দুই ছেলেকে নিয়ে। তারা প্রধানমন্ত্রীর হাত থেকে বাবার স্বীকৃতি গ্রহণ করে।

এসময় প্রধানমন্ত্রী নিষাদ ও নিনিতের সঙ্গে কুশল বিনিময় করেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকেলে সাড়ে ৪টায় বসেছে এ আসর। এবার ২৫টি বিভাগে পুরস্কার প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেত্রী শাবানা ও সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন