যে পাঁচ অভিনেতা ক্যামেরার সামনে একেবারে নগ্ন হয়েছেন!

  19-08-2017 09:22PM

পিএনএস ডেস্ক : বলিউডের বোল্ড নায়িকাদের নিয়ে আজ অবধি অজস্র রিপোর্ট, সমালোচনা লেখা হলেও নায়কদের এক্ষেত্রে সবসময়ই ছাড় দেওয়া হয়৷যাবতীয় সাহসিকতা এবং অন্তরঙ্গতার দায় যেন একা নায়িকাদেরই৷কিন্তু নায়করাও যে বিভিন্ন সময় অন ক্যামেরা নগ্ন হয়েছেন, সেদিকেও নজর ফেরানো যাক৷

১. আমির খান:ইদানিংকালের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বড় নগ্ন বিতর্কে জড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট৷‘পিকে’র পোস্টারে নগ্নদেহে দাঁড়িয়ে আমির৷গোপনাঙ্গ ঢাকছেন রেডিও দিয়ে৷ছবিটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জোর সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা৷কিন্তু তিনি আমির খান৷ঘটনা আদালত পর্যন্ত এগোয়৷তাতেও কুছ পরোয়া নেহি৷ছবিটি মুক্তি পেয়েছে এই শুক্রবার৷


২.রণবীর কাপুর: প্রথম সিনেমায় এতটা সাহস সম্ভবত তাঁর সমসাময়িক অন্য কোনও অভিনেতা দেখাননি৷আজ থেকে ৭ বছর আগেকার সিনেমা৷সিনেমায় নগ্নতা এতটা জলভাত হয়ে যায়নি৷সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়াঁ’ দেখতে গিয়ে দর্শকের চক্ষু চড়কগাছ হল৷নায়ক রণবীর সেখানে একটি দৃশ্যে ক্যামেরাকে পিছনে রেখে তোয়ালে জড়াচ্ছেন৷দু ভাঁজে রাখা স্বচ্ছ তোয়ালের আড়ালে রণবীরের শরীর অনেকটাই দেখা যাচ্ছিল৷

৩.জন আব্রাহাম: বিরাট হিটের মুখ কোনওদিনই দেখতে না পেলেও জন এমনই এক অভিনেতা যিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন৷তাঁর ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘ম্যাড্রাস ক্যাফে’, ‘দোস্তানা’ উচ্চ প্রশংসিত৷কবীর খানের ‘নিউ ইয়র্ক’ ছবিতে তিনি একজন সন্ত্রাসবাদীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে তিনি নগ্ন হয়েছিলেন৷

৪.নীল নীতিন মুকেশ: এখন এই অভিনেতাকে খুব একটা দেখা না গেলেও একাধিক ছবিতে তিনি নিজের অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছিলেন৷‘নিউ ইয়র্ক’, ‘লাফাঙ্গে পরিন্দে’, ‘৭ খুন মাফ’, ‘জনি গদ্দর’সহ বেশ কিছু ছবিতে নীলকে মনে রেখেছেন অনেকেই৷মধুর ভান্ডারকরের ‘জেল’ ছবিতেও মুখ্য চরিত্রে ছিলেন তিনি৷একজন নির্দোষ ব্যক্তিকে আদালতের বিচারব্যবস্থার গাফিলতিতে জেলে যেতে হয় এবং নির্মম অত্যাচার সহ্য করতে হয় তাঁকে৷ছবিটি বিশেষ সাড়া জাগাতে না পারলেও প্রশংসা পেয়েছিলেন নীল৷এখানে একটি দৃশ্যেকে বাস্তবসম্মত করার জন্য নগ্ন হয়েছিলেন তিনি৷

৫. রাজকুমার রাও: বলিউডের প্যারালাল ছবির এই মুহূর্তের অন্যতম সেরা অভিনেতা রাজকুমার রাও৷‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘রাগিণী এমএমএস’, ‘শয়তান’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর ২’, ‘চিটাগং’, ‘কাই পো চে’, ‘ডি-ডে’ এবং শাহিদ৷এতগুলি ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন রাজকুমার৷শাহিদ-এ তিনি একজন আইনজীবী ও মানবাধিকার কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন৷এবং চরিত্রের প্রয়োজনেই একটি দৃশ্যে বিবস্ত্র হয়েছিলেন তিনি৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন