নায়ক রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

  22-08-2017 12:31AM

পিএনএস ডেস্ক: জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন ঢাকাই ছবির কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে রাজ্জাকের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।’

শেখ হাসিনা নায়করাজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্প এক কিংবদন্তিকে হারাল, যে ক্ষতি সহজে পূরণ হবার নয়। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদানের কথা উল্লেখ করেন ।

নায়করাজ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। এর আগে বেশ কয়েক দফা তিনি চিকিৎসা নিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। আজ আবার শরীর খারাপ হলে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে এই অভিনেতার মৃত্যু সংবাদ শুনে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন