রাজ্জাকের দাফন সকাল ১০টায় বনানী কবরস্থানে

  23-08-2017 09:17AM

পিএনএস: বুধবার সকাল ১০টায় ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে নায়করাজ রাজ্জাকের লাশ বের করে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আর রাজ্জাকের কুলখানি ও দোয়া খায়ের অনুষ্ঠান আগামী শুক্রবার গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নায়করাজ রাজ্জাকের দ্বিতীয় দফায় জানাজা সম্পন্ন হয়েছে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে। মঙ্গলবার বাদ আসর এই জানাজায় অংশ নেন নায়করাজের দীর্ঘদিনের সহকর্মী, পরিজন, প্রতিবেশি ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে তার মরদেহ ফের নিয়ে যাওয়া হয় ইউনাইটেডের হিমঘরে।

এর আগে আজ মঙ্গলবার কিংবদন্তি এই অভিনেতার প্রথম দফায় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় এফডিসিতে। সেখানে গোটা চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা রাজ্জাককে শ্রদ্ধা জানাতে আসেন। সেখান থেকে রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে দুপুর সাড়ে ১২টায়।

রাজনৈতিক, সাংস্কৃতিক ও সর্বসাধারণ চোখের পানিতে চলচ্চিত্রের এই প্রাণ পুরুষকে শ্রদ্ধা জানাতে জড়ো হন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন