বিচারের আশায় মোদীর দ্বারস্থ জিয়ার মা

  20-09-2017 06:32PM

পিএনএস ডেস্ক : অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার কারণ হিসাবে তার সুইসাইড নোটে তার প্রেমিক সুরজ পাঞ্চালির নাম আছে৷ তার শাস্তি চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দ্বারস্থ হলেন জিয়ার মা রাবিয়া খান৷

২০১৩ সালের ৩রা জুন অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেন। সুইসাইড নোটের ভিত্তিতে সুরজ পাঞ্চালিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মুম্বই হাইকোর্ট থেকে জামিন পায় পাঞ্চালি। এরপর তদন্তের জন্য সিবিআই-এর কাছে আবেদন করেন জিয়ার মা রবিয়া খান৷

তাঁর অভিযোগ, পুলিশ ঠিক মতো তদন্ত করছে না। এরপর সুরজ পাঞ্চালীর বিরুদ্ধে সিবিআই এর তরফে একটি চার্জশিট পেশ করা হয়। কিন্তু এরপরেও রবিয়া খান হাইকোর্টে পিটিশন দেন একটি বিশেষ তদন্তকারী দলকে ঘটনার তদন্ত ভার দেওয়ার জন্য। কিন্তু মুম্বই হাইকোর্ট ৩১শে অগষ্ট ২০১৭-এ স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে এই মামলার শুনানি নিম্ন আদালতে চলতে পারে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লেখা চিঠিতে জিয়া খানের মা জানান যে তার মেয়ের ময়না তদন্তের রিপোর্টে এরকম অনেক প্রমাণ আছে যা বলে দিচ্ছে যে এটি কোন ভাবেই আত্মহত্যার ঘটনা নয়। জন্মসূত্রে রাবিয়া খান ব্রিটিশ নাগরিক। তাঁর অভিযোগ, ভারতে তার মেয়ে জিয়াকে হত্যা করা হয় যা আত্মহত্যা হিসাবে চালিয়ে দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করে চলেছেন সুরজ পাঞ্চালীর বাবা আদিত্য পাঞ্চালী৷ ফলে সঠিক বিচার পাচ্ছেন না৷ বলিউড অভিনেত্রীর আচমকা মৃত্যু নিয়ে টানাপোড়েন অব্যাহত৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন