সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবসে প্রাঙ্গণেমোর-এর শ্রদ্ধাঞ্জলি- তথ্যচিত্র ও নাট্য প্রদর্শনী

  25-09-2017 04:08PM

পিএনএস : বাংলা ভাষার অন্যতম প্রধান নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবস স্মরণে প্রাঙ্গণেমোর নাট্যদল নির্মাণ করেছে ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামে বিশেষ তথ্যচিত্র। এ তথ্যচিত্রটি প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায়। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকারের পাশাপাশি তার সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন। সৈয়দ শামসুল হকের ভক্ত, পাঠক ও অনুরাগীদের আসার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো যাচ্ছে।

এছাড়া ঐ দিন সন্ধ্যা ৭টায় একই হলে প্রাঙ্গণেমোরের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’ মঞ্চায়িত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা এবং অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। উল্লেখ নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন