মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চীন যাচ্ছেন জেসিয়া

  19-10-2017 11:12AM

পিএনএস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট ওঠে জেসিয়া ইসলামের মাথায়। ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ বৃহস্পতিবার চীন যাচ্ছেন তিনি।

এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জেসিয়ার হাতে ঐতিহ্যবাহী পাটের নানা পণ্য তুলে দেন প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি।

সম্মেলনে জানানো হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রতিযোগী জেসিয়ার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশখ্যাত পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে জুতা থেকে শুরু করে সালোয়ার কামিজ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতার ছবিসহ অসংখ্য গিফট আইটেম। আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের কর্মকর্তাবৃন্দ।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, প্রথমবারের আয়োজনে টুকটাক ভুল-ভ্রান্তি ছিল। এরপরও গোটা আয়োজন সফলভাবে শেষ করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা। প্রসঙ্গ, তথ্য গোপন করায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট হারিয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। তাকে অযোগ্য ঘোষণা করে জেসিয়া ইসলামকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঘোষণা করেছে আয়োজক কমিটি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন