সমকামিতা নিয়ে ধর্মগুরুকে একি বললেন সোনম

  15-11-2017 03:13PM

পিএনএস ডেস্ক : নেহরু মেমোরিয়াল লেকচারে ধর্মগুরুকে এক ছাত্র প্রশ্ন করেন, পরিবারে কারও সেক্সুয়াল ওরিয়েন্টশন নিয়ে প্রশ্ন উঠলে তার সঙ্গে কিভাবে আচরণ করা উচিত, এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই শ্রী শ্রী রবিশঙ্কর মন্তব্য করে বলেন ‘সমকামিতা একটি প্রবণতা’ যা পরবর্তী সময়ে বদলে নেওয়া যেতে পারে, আর তার মতো ধর্মগুরুর এই কথাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উত্তর বলে মনে করেছেন সোনম৷ শুধু তাই নয় রবিশঙ্কর বাস্তব উদাহরণও তুলে ধরেন তার বক্তব্যের সাপেক্ষে৷ আর তার এই মন্তব্যে ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সোনম কাপুর৷

ক্ষুব্ধ সোনম ট্যুইট করে স্পষ্ট জানান, সমকামিতা কোনও প্রবণতা নয়, এটি জন্মগত, যা স্বাভাবিক৷ কাউকে তা পরিবর্তন করতে বলা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য৷ ইতিমধ্যেই ধর্মগুরুর এই বক্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন৷ সোনমকে সমর্থন করে ট্যুইট করেছেন এই মুহূর্তে বলিউডের প্রথম সারির আরও এক অভিনেত্রী, আলিয়া ভাট৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন