যৌনতায় মজা আছে: বিদ্যা

  17-11-2017 12:08PM

পিএনএস ডেস্ক:‘এটা খুবই হাস্যকর যে বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও, সর্বসমক্ষে আমরা যৌনতা নিয়ে কথা বলতে পারি না। এখানে যৌনতা বিষয়টাকে খুব নিচু করে দেখানো হয়। কারণ এ দেশের সংস্কৃতিতে যৌনতা মানেই বিয়ে।’

কথাগুলো বলছিলেন ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘তুমহারি সুলু’। বৃহস্পতিবার সে ছবির প্রচারে গিয়েই বিদ্যার মুখে উঠে আসে ‘যৌনতা’ প্রসঙ্গ।

বিদ্যা আরও বলেন, ‘যৌনতার মধ্যে যে আনন্দ রয়েছে, আমরা সবাই এখন সেটাই ভুলে যাই। আমাদের এ নিয়ে নতুন করে ভাববার দিন এসেছে। যৌনতা একটা অনুভূতি, কোনও ট্যাবু নয়।’

৩৮ বছরের অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর নতুন ছবির প্রচার নিয়ে। ছবির পরিচালক সুরেশ ত্রিবেণী। চলতি বছর সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগমজান’ছবিতে শেষ অভিনয় করেছিলেন অভিনেত্রী। যদিও সেই ছবি বক্স অফিসে একেবারেই চলেনি। এবার পালা ‘তুমহারি সুলু’র।

এ ছবিতে এক জন রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। সাধারণ এক গৃহবধূ মাঝরাতে রেডিও জকি হয়ে শো সঞ্চালনা করেন। সেই সময় তাঁর কণ্ঠে শুধুই আবেদন। কাজের সুবাদে রাতজাগা প্রেমিক-চৌকিদার-পাগলদের জন্য তাঁকে বলতে হয়, ‘সেক্স আর পাঁচটা কাজের মতোই একটা কাজ। যেমন আমরা বলি চলো ওয়াশিং মেশিন চালাই। তেমনই বলা উচিত চলো, সেক্স করি।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন