দীপিকাকে জীবন্ত জ্বালাতে পারলে ১ কোটি টাকা ঘোষণা!

  20-11-2017 02:34PM

পিএনএস ডেস্ক : ‘‘জীবন্ত জ্বলে যাওয়ার অনুভূতি কেমন, তা দীপিকার বোঝা উচিত। রানির আত্মত্যাগ অভিনেত্রী কোনও দিনই বুঝতে পারবেন না। যে ব্যক্তি তাকে জীবন্ত জ্বালিয়ে দিতে পারবে তাকে ১ কোটি টাকা দেওয়া হবে।’’

ছবির রিলিজ পিছিয়েও মুক্তি নেই 'পদ্মাবতী'র। জীবনসঙ্কটে দীপিকা পাড়ুকোন! মাথা কেটে নেওয়ার দাবির পর এবার বলি ডিভা দীপিকার জন্য জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি এল। হুমকির পাশাপাশি 'পদ্মাবতী' ছবির মুখ্য চরিত্রাভিনেতা দীপিকা পাড়ুকোন এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মুণ্ডপাতে মিলবে ১০ কোটি টাকা এমন পুরস্কার ঘোষণা করা হয়।

হরিয়ানার বিজেপি নেতা সূরজ পাল আমুরেরে দীপিকার মাথা কেটে নেওয়ার হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই এই জীবননাশের হুমকি। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার নেতা ভুবনেশ্বর কুমারের এ দিনের 'জ্বালামুখী' মন্তব্য ছিল ঠিক এমন- "জীবন্ত জ্বলে যাওয়ার অনুভূতি কেমন, তা দীপিকার বোঝা উচিত। রানির আত্মত্যাগ অভিনেত্রী কোনও দিনই বুঝতে পারবেন না। যে ব্যক্তি তাঁকে জীবন্ত জ্বালিয়ে দিতে পারবে তাঁকে ১ কোটি টাকা দেওয়া হবে।" 'ইতিহাসকে বিকৃত করা হয়েছে', বিজেপির করা অভিযোগেই নতুন মাত্রা যোগ করেছে ক্ষত্রিয় মহাসভা। 'আত্মত্যাগ'-এর বদলে পদ্মাবতী ছবিতে রানির চরিত্রের 'ভুল ব্যাখ্যা' করা হয়েছে, এই অভিযোগ করেছে তারা।

এর আগেও একাধিকবার দীপিকা সহ টিম 'পদ্মাবতী'র উদ্দেশে হুমকি এসেছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। উগ্র হিন্দুতবাদী সংঠন তো বটেই, পদ্মাবতী অভিনেত্রীর মাথা কাটার মতো হুমকি দিয়েছে দেশের শাসক দলের নেতারাও। এই ইস্যুতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা বাড়ালেও 'অভিযুক্ত'দের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়ার খবর সংবাদমাধ্যমে আসেনি।

যদিও 'পদ্মাবতী' বিতর্কের জন্য ছবির রিলিজ পিছিয়েছে। আগামী ১ ডিসেম্বর ছবি রিলিজের কথা থাকলেও প্রযোজকের তরফে জানানো হয়েছে সেন্সর বোর্ডের সার্টিফিকেশন পাওয়ার পরই ছবি মুক্তির পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন