সিনেমার আইটেম গানে কার কত পারিশ্রমিক?

  08-12-2017 11:38AM

পিএনএস ডেস্ক:কখনও ‘চিকনি চামেলি’ আবার কখনও ‘টিঙ্কু জিয়া’, বলিউডের মশলাদার গান কিংবা আইটেম গানে চাহিদা কিন্তু দর্শকদের বেশ তুঙ্গে। মালাইকা অারোরা খান কিংবা গওহর খানদের সঙ্গে এখন সিনেমার আইটেম গানে দেখা যাচ্ছে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফদের মত প্রথম সারির অভিনেত্রীদের। কিন্তু, জানেন কি, এক একটি আইটেম গানের জন্য বলিউড অভিনেত্রীরা কত করে পারিশ্রমিক নেন?

এক একটি আইটেম গানের জন্য মালাইকা নাকি এক কোটি করে পারিশ্রমিক দাবি করেন। সে দাবাং-এর ‘মুন্নি বদনাম’ হোক কিংবা ‘আনারকলি ডিস্কো চলি’ হোক।

অভিনয়ের পাশাপাশি আইটেম গানের জন্য সোনাক্ষী সিনহার দাবি ৬ কোটি করে।

‘বেবি ডল’-খ্যাত সানি লিওন তাঁর আইটেম গানের জন্য ৩ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

‘রামলীলা’-য় ‘গালিও কি রাসলীলা’-র জন্য প্রিয়াঙ্কা নাকি ৬ কোটি করে নিয়েছিলেন।

কারিনা কাপুর খান আইটেম গানের জন্য নেন ৫ কোটি করে। তাঁর ‘ফেভিকল’ এবং ‘মেরা নাম মেরি’ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গান।

‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’খ্যাত ক্যাটরিনা কাইফ এক একটি আইটেম গানের জন্য ৩.৫ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন