অনুষ্ঠানে নিষিদ্ধ সানি লিওন!

  16-12-2017 05:28PM

পিএনএস ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ইংরেজি বর্ষবরণের এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার হওয়ার কথা ছিল বলিউড তারকা সানি লিওনের। তবে বাধার মুখে পড়তে হয়েছে তাকে।

ব্যাঙ্গালুরু একটি কনভেশন সেন্টারে ৩১ ডিসেম্বর হতে যাওয়া ওই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সানি লিওনকে আনার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

কর্নাটক রক্ষা বৈদিক (কেআরবি) সহ কয়েকটি সংগঠন সাবেক এ পর্নো তারকাকে আমন্ত্রণের বিরোধিতায় নামে। তাদের বক্তব্য, সানিকে আমন্ত্রণ করা কন্নড় সংস্কৃতির ওপর হামলার নামান্তর। তাকে যদি কর্ণাটকের কোনও মঞ্চে পারফর্ম করতে দেখা যায়, তবে তারা গণ আত্মহত্যা করবেন বলেও হুমকি এসেছে।

কেআরবির হুমকির পরপরই সানির পারফরম্যান্স নিষিদ্ধ করে কর্ণাটক সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সানি লিওনকে আনার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রায় ১ মাস ধরে সানির অনুষ্ঠানের বিরোধিতায় মিটিং মিছিল চলছে কর্ণাটকে। পোড়ানো হচ্ছে তার কুশপুত্তলিকাও।

আন্দোলনকারীর বলছেন, অনুষ্ঠানের আয়োজকরা কন্নড় সাহিত্য ও সংস্কৃতির ওপর অনুষ্ঠান করুন, যা কর্নাটকের ঐতিহ্য। তবে সানি লিওনকে নিয়ে বর্ষবরণের অনুষ্ঠান কখনও তারা মেনে নেবেন না।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন