১৪টারও বেশি ভুয়া আইডি আছে চঞ্চলের!

  18-12-2017 12:58PM

পিএনএস ডেস্ক: ফেসবুকে সম্প্রতি নামবদল করেছেন চঞ্চল চৌধুরী। এর পেছনের প্রধান কারণ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, প্রথমেই বলতে চাই, ফেসবুকে আমার ভুয়া আইডিগুলোতেও পরিচিত অনেকে যুক্ত আছেন। তাহলে বুঝুন, আমার নামে কতগুলো ভুয়া আইডি থাকতে পারে! ১৪টারও বেশি ভুয়া আইডি। পরিচিতজনরাও দ্বিধায় পড়ছেন কোনটা আসলে আমার সত্যিকারের ফেসবুক আইডি।

তিনি আরও বলেন, আমি চাই, ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধ হোক। এ জন্য ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়া প্রয়োজন। আমার জাতীয় পরিচয়পত্রের নাম সুচিন্ত্য চৌধুরী চঞ্চল। মিডিয়াতে আমি চঞ্চল চৌধুরী নামেই পরিচিত। অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে গেলে জাতীয় পরিচয়পত্রের নাম প্রয়োজন। আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন