কারাগারে ভারতীয় গায়ক দালের মেহেন্দি

  17-03-2018 02:58PM

পিএনএস ডেস্ক: ভারতে মানব পাচারের মত গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে দু’বছরের জেল হয়েছে পাঞ্জাবের বিখ্যাত পপ গায়ক দালের মেহেন্দির।

সাজা ঘোষণার পরই দালের মেহেন্দি এবং তার ভাই শামসের সিংকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, গায়ক দালের মেহেন্দি বেআইনি ভাবে বিভিন্ন জনকে মোটা অঙ্কের বিনিময়ে তার গানের দলের সঙ্গে বিদেশ নিয়ে যেতেন। যাদের আর ফেরত আনতেন না। বিদেশে পাচার করে দিতেন। দালের মেহেন্দি এবং তার ভাই-এর বিরুদ্ধে একাধিকবার এইভাবে মানব পাচার করেছেন বলে অভিযোগ।

১৯৯৮-৯৯ সালে দালের মেহেন্দির বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছিলো। সে সময় দালের মেহেন্দি নিজের দল নিয়ে আমেরিকায় শো করতে গেছিলেন। সেখানে ১০ জনকে পাচারের অভিযোগ আছে।

দালের মেহেন্দি ১৯৯০ এবং ২০০০ এর দশকের প্রথম দিকে ভারতে সবচেয়ে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক।

বলিউডের কয়েকটি সিনেমায় কণ্ঠ দিলেও মেহেন্দি বেশি পরিচিতি পেয়েছেন পাঞ্জাবের ঐতিহ্যবাহী ভাংড়া পপ গান গেয়ে। ‘তুনাক তুনাক তুন’, ‘বোলো তা রা রা’র মত তার একাধিক গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন