চলে গেলেন বিশ্ববিখ্যাত সুইডিশ ডিজে আভিসি

  21-04-2018 04:28PM

পিএনএস ডেস্ক: সুইডেনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী টিম বার্গলিং ওরফে ডিজে আভিসি চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে মৃত অবস্থায় পাওয়া যায় ডিজে আভিসিকে।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আভিসির মুখপাত্র। তবে ঠিক কীভাবে এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মাত্র ২৮ বছর বয়সেই চলে যেতে হলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী আভিসিকে।

টিম বার্গলিং ওরফে আভিসি দু'বার এমটিভি অ্যাওয়ার্ড বিজয়ী, এবং দু'বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত ডিজে আভিসি। ইলেকট্রনিক ডান্স মিউজিক- (ইডিএম)এর অন্যতম পথিকৃৎ তিনি। মাত্র ১ রাতেই আড়াই লাখ ডলার আয়ের রেকর্ডও রয়েছে এই তারকার। 'ওয়েক মি আপ' 'লেভেলস', 'লোনলি টুগেদার'সহ বহু জনপ্রিয় গান তারই তৈরি।

তার আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবার। এই কঠিন সময়ে তাদের যে একটু যেন একা ছেড়ে দেওয়া হয়, সকলের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছে এভিসির পরিবার।

তবে জানা গেছে, অতিরিক্ত মদপানের জন্য তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছিলেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন