‘কাব্য বন্যা’

  18-05-2018 11:05PM

পিএনএস ডেস্ক: বন্যার গাড়ি চলতে শুরু করল, পেছনে ছুটছে একটি ছেলে। ছেলেটিকে অনেক দূরে ফেলে রেখে অল্প সময়ের মধ্যেই একটি বাড়িতে ঢুকল গাড়িটি। বাড়িটা বেশ জাঁকজমক রাজ বাড়ির মতো। বাড়িটির মালিক জামিল হাসান। বন্যা তার স্ত্রী। সে সূত্রে বন্যাকে এ বাড়ির মালিকও বলা যায়।

তবুও মাঝে মাঝে বন্যার মনে হয় সে এ বাড়িতে বন্দিনী। জামিল সাহেব বিয়ে করার পর বাড়িতে তার আত্মীয়স্বজন খুব একটা আসেনি। বন্ধু-বান্ধবও কেউ না। তার কারণ তিনি বন্যাকে প্রচুর ভালোবাসেন। এ কারণেই তার মনে বন্যাকে হারানোর ভয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কাব্য বন্যা’।

মমর রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নাজমুল রনি। ‘কাব্য বন্যা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, তানজিন তিশা, তৌসিফ মাহবুব প্রমুখ। ফ্যাক্টরি থ্রি সলিউশনস প্রডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন নাদিমুল ইসলাম। দৃশ্য ধারণের দায়িত্বে ছিলেন সোহেল তালুকদার।

নাটকটি ১৮ মে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বলে জানান এ নির্মাতা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন