হ্যাপির অন্তর্বাস এখন পুলিশের হাতে!

  02-01-2015 06:26PM

পিএনএস : ঢলিউডের উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপির অন্তর্বাস এখন পুলিশেরহাতে৷ রুবেল-হ্যাপির অবৈধ যৌন সম্পর্কের প্রকৃত সত্য উদঘাটন করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে মিরপুর থানার পুলিশ৷

এই হাইপ্রোফাইল মামলাটি এখন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে৷ ক্রমাগত জটিল হচ্ছে এই কেসটি৷ তাই তথ্য প্রমাণ জোগাড় করতে কিছুই বাদ দিচ্ছে না পুলিশ৷ এবার পুলিশের অস্ত্র হ্যাপির অর্ন্তবাস৷

নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতিমধ্যেই এই মামলায় আরও কিছু জিনিসের ফরেন্সিক টেস্টের আবেদন করেছেন তদন্তকারী অফিসার মাসুদ পারভেজ। মামলায় হ্যাপির আইনজীবী শাহজামান তুহিন হাওলাদার জানান, মামলার তদন্তকারী অফিসার কর্তৃক হ্যাপির ঘরের একটি পাপোস, হ্যাপির ব্যবহৃত একটি নাইটি, বেশকিছু অন্তর্বাস এবং রুবেলের একটি জার্সি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই অর্ন্তবাস, পাপোস, নাইটি এবং জার্সিতে ডিএনএ-এর উপস্থিতি পাওয়া যায় কিনা দেখার জন্যই ডিএনএ টেস্টের আবেদন করা হয়।

একই সঙ্গে রুবেলের ডিএনএ টেস্টের নির্দেশও দিয়েছে আদালত৷ ফলে আরও বিপাকে ক্রিকেটার রুবেল হোসেন৷ হ্যাপির আইনজীবীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। হ্যাপির দায়েরকৃত মামলায় রুবেল বর্তমানে উচ্চ আদালত থেকে আগাম জামিনে আছেন।

হ্যাপির শারীরিক ফরেন্সিক রিপোর্টও চলে এসেছে পুলিশের হাতে৷ এবং ফরেন্সিক রিপোর্টে দুয়ে-দুয়ে চার হয়ে গেলেই কেল্লাফতে৷ সেক্ষেত্র ক্রিকেট সেলিব্রিটি রুবেলকে গ্রেফতার করতে কোনও সমস্যা হবেনা পুলিশের৷


পিএনএস/সামির/শাহাদাৎ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন