আইয়ুব বাচ্চুর মৃত্যুতে জাসাসের শোক

  18-10-2018 01:39PM


পিএনএস ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আজ সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

খ্যাতিমান এ সংগীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সভাপতি ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইয়ুব বাচ্চু ছিলেন সংগীত জগতের এক উজ্জল নক্ষত্র। তার মৃত্যুতে সংগীত অঙ্গনে যে শুন্যস্থানের সৃষ্টি হলো তা কোনদিন পূরণ হবার নয়। সংগীত জগতে তার অবদান মানুষ চিরদিন স্মরণ রাখবে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন